নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
করোনা আক্রান্তে রেকর্ড গড়লো চাঁপাইনবাবগঞ্জ জেলা। একদিনে সর্বোচ্চ ৪৩ জন আক্রান্ত এটাই প্রথম। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো ১৭৩ জনের মধ্যে ৪৩ জনের শরীরে পজিটিভ রিপোর্ট আসে শুক্রবার।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী নতুন আক্রান্তর বিষয়টি নিশ্চিন্ত করেছেন।
জানা গেছে, নতুন ৪৩ জনের ভেতর ২৮ জন হচ্ছে সদর উপজেলার। বাকিগুলো হচ্ছে, ভোলাহাটে ৬ জন, গোমস্তাপুরে ২ জন এবং শিবগঞ্জে ৭জন। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ২৮৪ জন।
২৮৪ জনের মধ্যে বেশির ভাগ সুস্থ হয়েছেন। বাকীরা নিজনিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের কারও কোন উপসর্গ নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মৃত্যু বরণ করেনি। – কপোত নবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/30k8OpO
Post Come trough : Nachole News | নাচোল নিউজ