কুলাউড়ায় বিজিবির গুলিতে যুবক নিহত
সারাদেশ
মৌলভীবাজার প্রতিনিধিমৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির গুলিতে এক যুবক নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত বদরুল ইসলাম (১৮) চোরাকারবারির সাথে যুক্ত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে হাজিপুর ইউনিয়নে শুনকাবি গ্রামে এ ঘটনা ঘটে। বিজিবির গুলিতে ঘটনাস্থলেই বদরুল নিহত হয়।
নিহত বদরুল হাজিপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের শাহ আত্তর আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী ৪৬ আলীনগর বিজিবি ক্যাম্পের এক সৈনিকের গুলিতে ওই যুবক নিহত হয়েছে।
৪৬ আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার সুবেদার মো. আব্দুল কাদির বলেন, ভারতীয় নাসির বিড়ি নৌকা বোঝাই করে মনু নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার সময় বিজিবি বাঁশি বাজালে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি সদস্যরা যখন বিড়ি একত্র করছিলো তখনই চোরাকারবারিরা ৩০/৩৫ জন সঙ্ঘবদ্ধ হয়ে ২টি বিড়ির গাইট চিনিয়ে নেয়। পরে দা দিয়ে হামলা চালায়। তখন বিজিবির এক সৈনিক গুলি করে। ঘটনাস্থল থেকে ২ লাখ নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2X9EY6w
Post Come trough : PURBOPOSHCIMBD