ইউটিউবের জনপ্রিয় চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াড-এর স্কোয়াড লিডার তিনি। তার আরোও একটি পরিচয় হল, তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। শামীম হাসান সরকারই বাংলায় কথা বলা দেশের প্রথম ইউটিউবার।তিনি পড়াশোনা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, আর এখন অভিনেতা। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (MIST) সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে B.Sc in Civil Engineering ডিগ্রী অর্জন করেন। গ্র্যাজুয়েশন শেষ করে কর্মজীবন শুরু করেন একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। ইঞ্জিনিয়ার হিসেবে কিছুদিন কাজ করার পর মাস্টার্স করার জন্যে চলে যান মালয়েশিয়া তে। পরবর্তীকালে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ) থেকে Construction Management-এ মাস্টার্স করেন। দেশে ফিরে আবারও সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বিদেশী কোম্পানি SMEC International-এ যোগদান করেন। এবার তিনি জয়েন করেন Project Coordinator পদে। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে মিডিয়াতে কাজ শুরু করেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ার থেকে ইউটিউবার এটা ঠিক কিন্তু ছাত্র জীবন থেকেই অভিনয় করতেন। ছাত্রজীবন থেকে মঞ্চনাটক শুরু করেন এবং আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় দলনেতা হিসাবে অংশগ্রহণ করেন অনেকবার। বলতে পারেন তার অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের কিন্তু হয়তো সু্যোগ হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ২০১৫ সাল থেকে অভিনয়ে যোগ দেন এর আগে ২০১৪ সালের ১৯ অক্টোবর ই-স্মার্টনেস নামে প্রথম ভিডিও আপলোড করেন ইউটিউবে। তিনি বলেন ম্যাঙ্গো স্কোয়াড নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দীর্ঘ। ম্যাঙ্গো স্কোয়াড বিনোদনের পাশাপাশি সামাজিক কাজ করতে আগ্রহী। শুধু ইউটিউব বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজ করতে চান এর মাধ্যমে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/314LxIM
Post Come trough : Nachole News | নাচোল নিউজ