ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধিবৈশ্বিক করোনাভাইরাস (কোভিড১৯) এর কারণে সারাদেশের ন্যায় এবারও ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাঁহে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৮টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে পর পর ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, দ্বিতীয় জামাত পৌনে ৯টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৯টায়।
ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ঈদের জামাতে নামাজ পড়ান মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মো. খলিলুর রহমান।
নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এসময় জেলা প্রশাসক শোকাবহ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য সকলকে দোয়া করার অনুরোধ করেন।
মুনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও জাতির সকলের মুক্তি লাভের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/33h6YsW
Post Come trough : PURBOPOSHCIMBD