করোনায় আক্রান্ত হয়ে প্রথম কুকুরের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম কোনো কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভুগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম কোনো কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভুগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।
জার্মান শেফার্ড জাতের সাত বছর বয়সী কুকুরটি এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিল। একই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন এটির মালিক রবার্ট ম্যাহোনি।
নাক দিয়ে সর্দি পড়া এবং শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিল। আক্রান্ত হওয়ার পর সপ্তাহ ও মাসগুলোতে অবস্থা আরও জটিল হয়।
স্ত্রী অ্যালিসনকে নিয়ে নিউ ইয়র্কে থাকেন ম্যাহোনি। একদিন দেখেন, তাদের কুকুরটি রক্ত বমি করছে, মূত্রর সঙ্গেও রক্ত বের হচ্ছে এবং অবস্থা এমন দাঁড়ায় যে, কুকুরটি হাঁটতে পারছিল না। এমন পরিস্থিতি দেখে কুকুরটিকে ইচ্ছে করেই মেরে ফেলে তারা।
তবে পরিবারটি ন্যাশনাল জিওগ্রাফিককে জানিয়েছে, কুকুরটি সারস-সিওভি-২ তথা কোভিড-১৯ এ আক্রান্ত ছিল। ম্যাহোনি বলেন, কোনো সন্দেহ নেই। কুকুরটি (করোনায়) পজিটিভ ছিল।
মহামারির কারণে নিউ ইয়র্ক এলাকায় পালিত কুকুর বা অন্যান্য প্রাণীগুলো বাড়িতেই আবদ্ধ করে রাখা হয় বলে জানান ম্যাহোনি।
তবে কুকুর বা অন্যান্য প্রাণীও করোনায় সংক্রমিত হয় কি-না এ নিয়ে অনেকের সন্দেহ আছে। এছাড়া টেস্টের যন্ত্রপাতির বেশির ভাগই মানুষের জন্য সীমাবদ্ধ হওয়ায় এসব প্রাণীর পরীক্ষা করা যায় না।
তবে মৃত কুকুরটির নমুনা একটি ক্লিনিকে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল এবং শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়।
কুকুরটির পরীক্ষা-নিরীক্ষা করা রবার্ট কোহেন বলেন, কুকুরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে আমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বা অভিজ্ঞতা শূন্য।
পূর্বপশ্চিমবিডি/এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/30fUa48
Post Come trough : PURBOPOSHCIMBD