যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৪৪২ জনের মৃত্যু
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে আটটা বাংলাদেশ শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১ হাজার ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে টানা চতুর্থদিন বারোশোর বেশি মানুষের মৃত্যু হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কনতুন সংক্রমণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় চৌদ্দশো’র বেশি মৃত্যু দেখেছে দেশটি।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে আটটা বাংলাদেশ শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১ হাজার ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে টানা চতুর্থদিন বারোশোর বেশি মানুষের মৃত্যু হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে।
তাতে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৬৮ জনে, যা একক দেশ হিসেবে অনেক আগে থেকেই সর্বাধিক।
চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৬৯ হাজার মানুষের শরীরে। ৪৫ লাখ ৬০ হাজার।
জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যু আরও বেশি। আক্রান্ত ৪৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার।
এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। আক্রান্ত ২৬ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৯২ হাজার ৫০০। ভারত আক্রান্তে তৃতীয়স্থানে আছে ১৭ লাখ ছুঁই ছুঁই, মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, ৩৬ হাজার। মৃত্যুতে তৃতীয়স্থানে আছে মেক্সিকো ৪৬ হাজার ৬৮৮ জন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/30hKxBJ
Post Come trough : PURBOPOSHCIMBD