ইরাকে আগাম নির্বাচনের আহ্বান প্রধানমন্ত্রীর
ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী এক বার্তায় এই ঘোষণা দেন। যদিও ইরাকের সংসদকে অবশ্যই নির্বাচনের তারিখটি অনুমোদন করতে হবে।
আন্তর্জাতিক ডেস্কইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি।
শুক্রবার (৩১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী এক বার্তায় এই ঘোষণা দেন। যদিও ইরাকের সংসদকে অবশ্যই নির্বাচনের তারিখটি অনুমোদন করতে হবে।
এদিকে দেশটির সরকার বিরোধীদের অন্যতম দাবীর একটি হলো আগাম নির্বাচন। এ দাবীকে কেন্দ্র করে আন্দোলনকারীরা গতবছর মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং কয়েকশত সন্দেহভাজন নিরাপত্তাকর্মী ও গানম্যানের হাতে প্রাণ হারায়।
এর আগে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী গত বছরের ডিসেম্বরে বিক্ষোভের চাপে পদত্যাগ করতে বাধ্যহন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/30fJmms
Post Come trough : PURBOPOSHCIMBD