ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভাঙার ঘটনা বাংলাদেশের নয়
নিজস্ব প্রতিবেদকদেশের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সম্প্রতি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রকৃত ঘটনাস্থল ভারতের মধ্য প্রদেশ, যা নিউজের ভেতরেই উল্লেখ আছে। কিন্তু এমন শিরোনামের ফলে ঘটনাটি বাংলাদেশের মনে করে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
বিষয়টি নজরে এলে মঙ্গলবার (২৮ জুলাই) এক বার্তায় এমন শিরোনামে আপত্তি জানিয়ে তা পরিহারে আহ্বান জানায় পুলিশ সদরদপ্তর।
‘পূর্ণাঙ্গ সংবাদে ঢোকার আগেই অনেক পাঠক এমন চটকদার শিরোনাম দেখেই উপসংহারে পৌঁছে যান, যা ক্ষেত্রমতে অপূর্ণাঙ্গ ও বিভ্রান্তিকর বার্তা দিতে পারে’- বলে মন্তব্য পুলিশ সদরদপ্তরের।
বিজ্ঞপ্তিতে সদরদপ্তর জানায়, দেশে এ সংবাদটি যদি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল মধ্য প্রদেশের পুলিশ’ শিরোনামে পরিবেশন করা হয়, তবে সহজেই এ বিভ্রান্তি, এ অপূর্ণতা কাটানো যায়।
পুলিশ বলছে, বাংলাদেশ পুলিশ নির্মোহভাবে নাগরিক সেবা প্রদানের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্বাপ্নিক ও উদ্ভাবনী নেতৃত্বে এ করোনাক্রান্তিতে বাংলাদেশ পুলিশ জনসেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পুলিশের এ মানবিক যাত্রায় সাংবাদিক সমাজ অকৃত্রিম পেশাদারি বন্ধুত্বের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বার্তায় আরো বলা হয়, ‘ছোট ছোট বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ/শিরোনাম/ছবি প্রকৃত অর্থে যথাযথভাবে উপস্থাপন করলে জনগণ যেমন সঠিক তথ্য পাবেন, তেমনি বস্তুনিষ্ঠ ও পেশাদারি সাংবাদিকতার উন্মেষ ঘটবে। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে সকলের সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করে।’
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/39zWTbs
Post Come trough : PURBOPOSHCIMBD