নিজস্ব প্রতিনিধি ঃ
ঈদ-উল আযহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ গাড়ি বহর নিয়ে বিশেষ নিরাপত্তা মহড়া দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাচোল থানা থেকে পুলিশের বিশেষ নিরাপত্তা মহুড়া গাড়ি বহর নিয়ে বের হয়ে নাচোল পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন মেইন মেইন বাজার গুলোতে মহুড়া দিতে দেখা যায়।
বিশেষ নিরাপত্তা মহুড়ায় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হান্নান, এসআই শিশির, সাইফুল, নুরুন্নবী, জাহাঙ্গীর, মুকুল, লালন, ও বিভিন্ন এএসআইসহ কনস্টেবলরা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে নাচোল থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, নির্বিগ্নে মানুষ কুরবানির ঈদ উদযাপন করবে। তবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায়, মাক্স ব্যাবহার ও আইনকানুন মেনে চলাচল করতে হবে। এবং এলাকায় কোন অপরিচিত লোক বা অনাকাঙ্ক্ষিত কর্মকান্ড দেখা গেলে পুলিশকে তাৎক্ষণিক অবহিত করতে হবে।এছাড়াও কুরবানির হাটসহ মসজিদের নামাজ আদায়ের ক্ষেত্রেও জননিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে। সবাই যাতে নির্ভয়ে যথাযথভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করতে পারে। সেজন্যই আমরা আগাম প্রস্তুতি হিসেবে এই বিশেষ মহড়া করেছি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/39I5mcB
Post Come trough : Nachole News | নাচোল নিউজ