মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান
ভূমধ্যসাগরীয় এলাকার কাছে সামরিক মহড়ার শেষ দিন বুধবার (২৯ জুলাই) ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রভাবশালী রিভলিউশনারি গার্ড। ইরানের রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থার অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার আগে ধূলিকণার মেঘ তৈরি হয়।
আন্তর্জাতিক ডেস্কভূমধ্যসাগরীয় এলাকার কাছে সামরিক মহড়ার শেষ দিন বুধবার (২৯ জুলাই) ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রভাবশালী রিভলিউশনারি গার্ড।
ইরানের রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থার অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আকাশে ওঠার আগে ধূলিকণার মেঘ তৈরি হয়।
ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, ‘বিশ্বে প্রথমবারের মতো’ এ ধরনের মহড়া হলো। পুরোপুরি গোপনে ভূগর্ভ থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উচ্ছ্বসিত সংগঠনটি। ‘শত্রুদের গোয়েন্দা সংগঠনকে গুরুতর চ্যালেঞ্জ ছোড়ার জন্য একে গুরুত্বপূর্ণ অর্জন’ হিসেবে দেখছে তারা।
ইরানের জলসীমায় অবস্থিত বানি ফারুর দ্বীপের নির্ধারিত স্থানকে লক্ষ্য করে সুশোকি সু-২২ যুদ্ধবিমান থেকে বোমাও ফেলার কথা জানিয়েছে আইআরজিসি। সংগঠনটির এরোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ বলেছেন, ভূগর্ভ থেকে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র বের হবে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
এর আগে হরমুজ প্রণালীতে প্রতীকি মার্কিন রণতরী বানিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করেছিল আইআরজিসি। তাদের এই কর্মকান্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া আচরণ’ বলেছিল মার্কিন প্রশাসন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/39E972R
Post Come trough : PURBOPOSHCIMBD