ব্রাজিলে মৃত্যু ৯০ হাজার ছাড়াল
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ১৩৪ জন।
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলে মৃত্যু সংখ্যা লাখের দিকে ছুটে যাচ্ছে। এরই মধ্যে মৃত্যু ৯০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বরাবরের মতোই বার বাড়ন্ত।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ১৩৪ জন।
এই সময়ে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে ৬৯ হাজার ৭৪ জনের শরীরে। তাতে সরকারি হিসেবে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৫ হাজার।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। দেশটিকে প্রয়োজনীয় সংখ্যক টেস্ট হচ্ছে না। টেস্টের সংখ্যা বাড়ানো হলে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলেও সব ধরনের লকডাউন উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ব্রাজিল সরকার। এসব বিধিনিষেধের ঘোর বিরোধী দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
জুলাই থেকেই ব্রাজিলে দৈনিক প্রতিদিনই করোনায় ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। জুনের মাঝামাঝি থেকেই এই সময়ের মধ্যে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে।
ওয়ার্ল্ডওমিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার, আক্রান্ত ৪৫ লাখ ৬৮ হাজার।
আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে ভারত, ১৫ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি, ৩৫ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি।
বিশ্বজুড়ে মোট করোনারোগী বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭১ লাখ, এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৭০ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ৯৬ হাজার। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনারোগী রয়েছে ৫৮ লাখ ১৮ হাজার।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gc1d33
Post Come trough : PURBOPOSHCIMBD