বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন আরো উষ্ণ: কাদের
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পরিক উন্নয়ন এবং অমিমাংসীত ইস্যু সমাধান করা আরও সহজ হবে। ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ।
রীভা গাঙ্গুলীর সঙ্গে বৈঠকে সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।
সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশনারের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা ও অপরাজনীতি করা বিএনপির চিরাচরিত ঐতিহ্য। এ কারণেই বিএনপির মহাসচিব বন্যাকে নতজানু পররাষ্ট্র নীতির ফল বলার মতো মিথ্যাচার করেছেন।’
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jRa90f
Post Come trough : PURBOPOSHCIMBD