নড়াইলে করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সারাদেশ
নড়াইল প্রতিনিধিনড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরিফুর ইসলাম চৌধুরী অরুন (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বড়দিয়া শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষক আরিফুর ইসলামের আত্মীয় হাসনাত চৌধুরী জানান, তার দুলাভাই আরিফুর ইসলাম ৪/৫ দিন আগে অসুস্থ হলে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। নমুনা পরীক্ষা করা হলে শুক্রবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃতদেহ রাতেই গ্রামের বাড়ি বড়দিয়ায় এনে দাফন কাজ সম্পন্ন করা হয়।
পূর্বপশ্চিম-এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2DURbVW
Post Come trough : PURBOPOSHCIMBD