ঘুমন্ত স্ত্রীর পাশে খুন হলেন স্বামী
খুলনা মহানগরীর তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরে মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সারাদেশ
খুলনা প্রতিনিধিখুলনা মহানগরীর তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরে মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের ছেলে। তিনি বিদেশে থাকতেন বলে জানা গেছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে দৃর্বৃত্তরা। এ সময় পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, বিদেশফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ আছে।
অপর সূত্র জানিয়েছে, বাচ্চু তার ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। যে কারণে ফুফাতো ভাই তাদের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেয়ার হুমকি দেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/333kLTI
Post Come trough : PURBOPOSHCIMBD