করোনার উপসর্গে কুমিল্লায় দুজনের মৃত্যু
সারাদেশ
কুমিল্লা সংবাদদাতাকুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- চান্দিনা উপজেলার রৌশন আলীর ছেলে সামছুল হক (৮০) এবং গণি মিয়ার ছেলে আব্দুল আউয়াল ( ৪২)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ৫২ ও উপসর্গ নিয়ে ৭৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা পজেটিভ নিয়ে নয়জন ভর্তি আছেন।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫২ জন।
জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৪৩ জন।
কুমিল্লায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ২৯৭টি। এর মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ২৫ হাজার ১২৮টি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/338eNRz
Post Come trough : PURBOPOSHCIMBD