ভোলার ১৪ গ্রামে ঈদ আজ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই ভোলার বিভিন্ন উপজেলার ১৪টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চৌকিদার বাড়ি জামে মসজিদে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ
ভোলা প্রতিনিধিসৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই ভোলার বিভিন্ন উপজেলার ১৪টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চৌকিদার বাড়ি জামে মসজিদে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এরপর একই এলাকার মজনু মিয়ার বাড়ির উঠানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্যদিয়ে ঈদ পালন করেন তারা।
শরীয়তপুর জেলার সুরেশ্বর দরবার শরীফের রেওয়াজ অনুযায়ী বিগত ১২৫ বছর ধরে এই রীতি পালন করে আসছে বলে জানান অনুসারীরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন পূর্বেই রোজা এবং ঈদ পালন করেন তারা।
ভোলার সদরের ইলিশা, লালমোহন পৌর এলাকার কিছু অংশে, উপজেলার ফরাজগঞ্চ ও লাঙ্গলখালী গ্রাম, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পক্ষিয়া ও পশ্চিম মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও সম্ভুপুর গ্রাম এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের প্রায় ৫ হাজার পরিবারসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/33b8ixf
Post Come trough : PURBOPOSHCIMBD