করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন ইন্দোনেশিয়ার ডাক্তার হাইদি আলী।
তিনি ইন্দোনেশিয়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ।
যখন তিনি অনুভব করলেন যে- তিনি আর বাঁচবেন না,তখন তিনি নিজের বাড়িতে গিয়ে গেটের বাইরে দাঁড়িয় তার সন্তান এবং গর্ভবতী স্ত্রীকে শেষবারের মতো দেখেন।
যখন তিনি তার বাচ্চাদের ও স্ত্রীকে আন্তরিকভাবে দেখতে এবং তাদের বিদায় নিতে এসেছিলেন । তখন তিনি অনেক দূরে দাঁড়িয়েছিলেন,তিনি চাননি তার স্ত্রী,সন্তানদের কাছে ভাইরাস ছড়িয়ে পড়ুক। এতো কষ্ট হলেও তিনি নিজের বুকের সাথে বাচ্চাদের স্পর্শও করতে পারেননি। এই ছবিটি সর্বদা মনে রাখার মতো, এই বেদনাময় চিত্রটি মহা ত্যাগের জ্বলন্ত উদাহরণ।
এটি ইন্দোনেশিয়ার ডাঃ হাইদি আলীর শেষ ছবি। স্ত্রী ও সন্তানের সাথে শেষবারের মতন দেখা করার সময় তার স্ত্রী এই ছবি তুলে ছিলেন । যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । এই হৃদয় বিদারক দৃশ্য দেশে বিশ্ববাসীর চোখে জল এসেছে । ব্যতীত করেছে কোটি মানুষের হৃদয় ।
পৃথিবীর এই সংকটময় মুহূর্তে মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছেন লক্ষ লক্ষ চিকিৎসক । আর এসব চিকিৎসকদের আত্মত্যাগের বিনিময়ে সৃষ্টি কর্তার পরম দয়ায় লাখ লাখ মানুষ ফিরে পাচ্ছেন নতুন জীবন ।
Fb, online.
Www.francebanglanews.com
The post করোনা আক্রান্ত ডাক্তার মৃত্যুর আগে বাসার গেট থেকে বাচ্চাদের দেখে চলে গেলেন পরপারে appeared first on Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh.
via Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh https://ift.tt/2wyG81r Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh