করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যকে পিছনে ফেলে তৃতীয় মেক্সিকো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবশেষ হিসেব মতে, বৈশ্বিক মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে তৃতীয়স্থান উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি। বাংলাদেশ সময় ০১ আগস্ট সকাল পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৮৮ জন।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবশেষ হিসেব মতে, বৈশ্বিক মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে তৃতীয়স্থান উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি।
স্থানীয় সময় শুক্রবার রাত বাংলাদেশ সময় শনিবার (০১ আগস্ট) সকাল পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৮৮ জন। এতে মৃত্যুতে যুক্তরাজ্যকে টপকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত ঘেঁষা দেশটি।
চব্বিশ ঘণ্টায় মেক্সিকোতে সংক্রমণ ধরা পড়েছে আরও ৮ হাজার ৪৫৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৬৩৭ জন। আক্রান্তে বৈশ্বিক তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি।
বৈশ্বিক মৃত্যুর তালিকায় মেক্সিকোর ওপরে উঠে আসায় অবনমন হয়েছে যুক্তরাজ্যের। ৪৬ হাজার ১১৯ জন নিয়ে এই তালিকায় বর্তমানে চতুর্থস্থানে আছে দেশটি।
মৃত্যুর তালিকায় মেক্সিকোর ঠিক ওপরে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে মোট মৃত্যু ৯২ হাজার ৫০০ ছাড়িয়েছে। আক্রান্তেও দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, ২৬ লাখ ৬৬ হাজার।
মৃত্যু ও আক্রান্তের বৈশ্বিক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EFka0l
Post Come trough : PURBOPOSHCIMBD