করোনায় মৃত্যুতে ৫ম ভারত
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থাবা মেলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে। দেশটিতে সংক্রমণের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। করোনায় মৃত্যুতে করোনার এক সময়কার হটস্পট ইতালিকে ছাড়িয়ে বৈশ্বিক তালিকায় উঠে পঞ্চম স্থানে এসেছে ভারত।
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থাবা মেলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে। দেশটিতে সংক্রমণের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও।
করোনায় মৃত্যুতে করোনার এক সময়কার হটস্পট ইতালিকে ছাড়িয়ে বৈশ্বিক তালিকায় উঠে পঞ্চম স্থানে এসেছে ভারত।
দ্য হিন্দুর লাইভ আপডেট অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) সকাল নাগাদ ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ৫৫২ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ৮০০ জন।
ষষ্ঠ স্থানে নেমে আসা ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ১৩২ জন। দেশটিতে আক্রান্ত প্রায় আড়াই লাখ।
করোনায় মৃত্যুর নিরিখে ভারত পঞ্চম হলেও আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়। ভারতে করোনায় মৃত্যু হার ২ দশমিক ৪৮ যা বিশ্বের সবচেয়ে কম।
করোনায় আক্রান্তের হিসাবে ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। মৃত্যুর দিক থেকে দেশটি থেকে এগিয়ে থাকা বাকি দুই দেশ যুক্তরাজ্য ও মেক্সিকো।
গত কয়েক দিন ধরে ভারতে প্রতিদিন প্রায় ৫০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে গড়ে সাড়ে সাতশোর মতো মানুষ।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/30cAHkK
Post Come trough : PURBOPOSHCIMBD