ঢাকার ঈদে লাগতে পারে হালকা বৃষ্টির পরশ
করোনা আবহের কোরবানির ঈদে রাজধানী ঢাকায় বাগড়া দিতে পারে বৃষ্টি। শনিবার ঈদের দিন সকাল গুমোট হয়ে আছে আকাশ। আবহাওয়া অফিস বলছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদককরোনা আবহের কোরবানির ঈদে রাজধানী ঢাকায় বাগড়া দিতে পারে বৃষ্টি।
শনিবার (০১ আগস্ট) ঈদের দিন সকাল গুমোট হয়ে আছে আকাশ। আবহাওয়া অফিস বলছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৭ থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টি। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hZJHjh
Post Come trough : PURBOPOSHCIMBD