করোনাভাইরাসের কারণে অনেকেই হোম কোয়ারেন্টাইনে একঘেয়ে সময় কাটাচ্ছেন।
মালালার ক্ষেত্রেও তাই। হোম কোয়ারেন্টাইনে একঘেয়ে হয়ে নিজেই নিজের চুল কাটলেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।
মালালা ইউসুফজাইয়ের ফ্রিঞ্জ করে কাটা চুলের ছবি শেয়ার করেছেন। অনুরাগীরাও মিষ্টি বার্তাতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
বাড়িতে নিজের চুল কাটার আগে অবশ্য তিনি তার ব্যক্তিগত চুল ও ত্বক বিশেষজ্ঞ জনাথন ভ্যান নেসের সঙ্গে শলা পরামর্শও করেছেন। কিন্তু জনাথন এইসময়ে মালালাকে একা নিজের চুল কাটতে একাধিকবার বারণ করলেও তিনি শোনেননি। খানিকটা শিশুসুলভ বায়না ধরেই নিজের লুক এক্সপেরিমেন্ট করে ফেলেছেন। তা মালালার পোস্টের নিচে তার ব্যক্তিগত চুল-ত্বক বিশেষজ্ঞ জনাথনের মন্তব্য দেখলেই বোঝা যায়।
ক্যাপশনে মালালা জনাথনের কথা উল্লেখ করে বলেছেন, ‘জনাথন ভ্যান নেস আমাকে বার বার মানা করেছিলেন কোয়ারেন্টাইনে থাকাকালীন নিজের চুল কাটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে! কিন্তু আমি, অবশেষে নিজেই ফ্রিঞ্জ কেটে বসলাম। আমি কি ঠিকঠাক কাটতে পেরেছি?’
প্রশ্নের উত্তরে জনাথনও বলেন, ‘বেশ পেরেছ!’
অক্সফোর্ড পড়ুয়া মালালা এখন বাড়ির বের হতে পারছেন না। তাই দিন কয়েক আগে বন্ধুদের মিস করে একটি পোস্টও করেছিলেন।
সূত্রঃ ইন্ডিয়া টুডে
ঢাকা/জেনিস
March 30, 2020 at 08:08AM Risingbd Bangla News https://ift.tt/2w1D3Xm
চীনে করোনার পুরো রেশ কাটতে না কাটতেই আবারো খোলা হয়েছে বন্যপ্রাণীর বাজার। শুধু তাই নয় পুরোদমে বিক্রি হচ্ছে করোনাভাইরাসের অন্যতম বাহক বাদুড়। সেই সঙ্গে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী।
শনিবার (২৮ মার্চ ) থেকে বাজার চালু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ার কারণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলিন এবং দক্ষিণে দংগুয়ান শহরে বন্যপ্রাণী বাজার চালু হয়েছে। চালু হওয়ার পরপরই সেখানে ভীড় দেখা গেছে। এসব বাজারে অপরিচ্ছন্ন অবস্থাতেই বেচা-কেনা করা হচ্ছে।
এ বিষয়ে চীনের নাম প্রকাশে অনিচ্ছুক চীনের এক সাংবাদিক জানান, সবাই মনে করে চীনে করোনার প্রকোপ কমে গেছে। আর এ নিয়ে চিন্তার কিছু নেই। এখন এটা বাইরের দেশের সমস্যা। তাই চীনারা স্বাভাবিক জীবন শুরু করছে।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মহামারি করোনাভাইরাস।
অনেকের ধারণা উহানের একটি বন্যপ্রাণী বাজার থেকে ছড়িয়েছিলো প্রাণঘাতী এই ভাইরাস। আর এ কারণে পুরো চীনে বন্ধ করা দেয়া হয়েছিল বন্যপ্রাণীর বাজার।
চীন থেকে ছড়িয়ে পড়লেও বর্তমানে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাস পুরো বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন সাত লাখের বেশি মানুষ। মারা গেছেন ৩৩ হাজারেরও বেশি।
ঢাকা/জেনিস
March 30, 2020 at 08:05AM Risingbd Bangla News https://ift.tt/3auIZHf
চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। দেশের মানুষ কার্যত ঘরে বন্দি।
এই বন্দিদশার কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে দিন এনে দিন খাওয়া হতদরিদ্র মানুষ। এসব মানুষের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এ সকল মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ। তারা গরিব অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, পেঁয়াজ, তেল বিতরণ করছে।
থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রোববার শিবগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের দেওয়া এ সব সহায়তা তুলে দেন ওসি শামসুল আলম শাহ। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস মোকাবেলায় শিবগঞ্জ পুলিশ পুরো শক্তি নিয়ে মাঠে কাজ করছে বলে জানান তিনি। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে শত শত। প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, লাশের সারি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সত লাখ ছাড়িয়েছে (৭,২১,৪১২)। মৃতের সংখ্যা ৩৪ হাজার ছুঁই ছুঁই (৩৩,৯৫৬)।
তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১০ হাজার ৭৭৯ জন। ৬ হাজার ৮০৩ জন মারা গেছে স্পেনে। ৩ হাজার ৩০০ জন চীনে। ইরানে মারা গেছে ২ হাজার ৬৪০ জন। ফ্রান্সে প্রাণ হারিয়েছে ২ হাজার ৬০৬ জন।
করোনাভাইরাস জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮৫৪। মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। ইতিমধ্যে ২ হাজার ৪৭৫ জন মারা গেছে যুক্তরাষ্ট্রে। করোনায় আক্রান্ত হয়ে লাশের সারি বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্য (১২২৮ জন), নেদারল্যান্ডস (৭৭১) ও জার্মানিতে (৫৪১)।
আশার কথা হচ্ছে বিশ্বব্যাপী ইতিমধ্যে ১ লাখ ৫১ হাজার ৪ জন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন। তবে প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত কত মানুষের প্রাণ নিয়ে থামবে এই মহামারি?
ঢাকা/আমিনুল
March 30, 2020 at 06:52AM Risingbd Bangla News https://ift.tt/2UJCEkx
নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে জমজমাট এক নগরী। আর পাঁচিল দিয়ে নগরী ঘিরে রেখে তার ওপরে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ঠিক সামনেই ভয়াল ভ্রুকুটি নিয়ে করোনার মেঘ। কিন্তু মমতা যেন তার পথ আগলে দাঁড়িয়েছেন একাই।
এই ছবিই রোববার পোস্ট হয়েছে ‘বাংলার গর্ব মমতা’ ফেসবুক পেজে। করোনার মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতটা ‘নির্ভীক’ ভঙ্গিতে লড়ছেন, সেই প্রচারে জোর দিতেই এই অভিনব অলংকরণ প্রকাশ করল প্রশান্ত কিশোরের টিম।
রোববার রাতে ছবিটা ফেসবুকে পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, রাতের শহরে ঘরে ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন নাগরিকরা, একা মমতা জেগে রয়েছেন। তিনি পাহারা দিচ্ছেন শহরকে ঘিরে রাখা এক বিশাল পাঁচিলের ওপরে দাঁড়িয়ে। তার মুখের সামনেই পুঞ্জীভূত মেঘের আকার নিয়েছে করোনা। কিন্তু নাগরিককে রক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী যেন অকুতোভয়। তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেন বলতে চাইছেন— রাজ্যে প্রকোপ ফেলতে হলে আগে তার মোকাবিলা করতে হবে করোনাকে।
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে গোড়া থেকেই খুব বড় করে তুলে ধরছে ভোট কৌশলী পিকের টিম। নিজের রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তাতে মমতার প্রতি মানুষের শ্রদ্ধা অনেক বেড়ে গেল— এই রকম একটা প্রচার সোশ্যাল মিডিয়ায় খুব সফলভাবে চালিয়ে দিতে পেরেছে টিম পিকে।
রোববার রাতে যে নজরকাড়া গ্রাফিক পোস্ট করা হলো, তা সেই প্রচারেরই পরবর্তী ধাপ বলে মনে করা হচ্ছে।
লকডাউনের জেরে মাঠে-ময়দানে নেমে রাজনৈতিক প্রচার বন্ধ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রায় সকলেই পুরোদস্তুর সক্রিয়। সুতরাং করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী রকম, তা এক প্রতীকী অলংকরণ এবং গানের পঙক্তির মাধ্যমে দারুণভাবে তুলে ধরা হলো। পোস্টে লেখা হয়েছে, ‘বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা / বিপদে আমি না যেন করি ভয়... ।’
তথ্যসূত্র: আনন্দবাজার
ঢাকা/সাইফ/আমিনুল
March 30, 2020 at 06:37AM Risingbd Bangla News https://ift.tt/3dDUdve
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সবশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। পরের জাতীয় নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০১৮ সালে। কিন্তু নানাবিধ কারণে একাধিকবার পিছিয়েছে এই নির্বাচন।
অবশেষে রোববার থেকে সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়। এমন সময় খবর প্রকাশিত হয় করোনাভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয়েছে। তাতে স্থগিত হয়ে যায় ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন।
অবশ্য নির্বাচন স্থগিত হওয়ার পেছনে করোনাভাইরাস ছাড়াও কয়েকটি কারণ রয়েছে। নির্বাচনের আগের দিন শনিবার দেশটির প্রধান বিরোধী দলের নেতা সৌমাইলা সিসেকে অজ্ঞাত অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়। বিভিন্ন অঞ্চলে হয় গোলাগুলি। করোনাভাইরাসের পাশাপাশি নিরাপত্তাজনিত কারণেও এই নির্বাচন স্থগিত হয়েছে।
দেশটিতে বর্তমানে ১৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রকট আকার ধারন করেছে। সেটি পৌঁছে গেছে দারিদ্রপীড়িত পশ্চিম আফ্রিকার দেশ মালিতেও। ব্যাপকহারে দেশটিতে এই ভাইরাস ছড়িয়ে পড়লে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। প্রাণহানি ঘটতে পারে হাজার হাজার মানুষের।
অবশ্য করোনা প্রতিরোধ দেশটি কাজ করতে শুরু করেছে। সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে। রাজধানীতে মাস্ক ও স্যানিটাইজার নাগালে রাখার ব্যবস্থা করছে।
২০১৩ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম বউবাকার কেইটা। ৭ বছর পর ১৪৭ আসনের নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৯ এপ্রিল। কিন্তু করোনা ও নিরাপত্তার ঝুঁকিতে প্রথম দফার ভোটই হয়নি। শেষ পর্যন্ত কবে নাগাদ এই নির্বাচন হয় দেখার বিষয়।
ঢাকা/আমিনুল
March 30, 2020 at 06:22AM Risingbd Bangla News https://ift.tt/39ury8t
দেশের সকল নাগরিকের উপর সোমবার থেকে কোয়ারেন্টাইন শুরুর ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর সিএনএনের।
এক বিবৃতিতে মস্কোর মেয়র সারজে সোবইয়ানিন জানান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পুরো দেশ কোয়ারেন্টাইনের আওতায় থাকবে।
এর ফলে সব ধরণের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জীবিকা নির্বাহ বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
দেশটির নাগরিকদের নিজ গৃহের ১০০ মিটারের বাইরে না যেতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্ট পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা নগর কর্মকর্তারা এই বিধি-নিষেধ নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন সোবইয়ানিন।
রাশিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৫৩৪ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ জন।
ঢাকা/নাসিম/আমিনুল
March 30, 2020 at 06:20AM Risingbd Bangla News https://ift.tt/2WQCevl
এক ব্যক্তির জন্য ২০ গ্রামের ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের এ ঘটনা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শিখ ধর্মপ্রচারক বলদেব সিং (৭০) সম্প্রতি করোনাভাইরাসে মারা গেছেন। মৃত্যুর পর প্রকাশ হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া, মৃত্যুর পর তার ১৯ জন আত্মীয়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
মৃত্যুর কিছুদিন আগে শিখদের একটি উৎসব উপলক্ষে এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন বলদেব সিং। ছয় দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।
পাঞ্জাবের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত আমরা ৫৫০ জনকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিলেন। এই সংখ্যা এখন বাড়ছে। ফলে তিনি যেখানে থাকতেন তার আশেপাশের গ্রামগুলো সিল করে দিয়েছি।’
এখন পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৭ । এর মধ্যে ৩০ জন রোগী পাঞ্জাবের। দেশটিতে এখন ২১ দিনব্যাপী লকডাউন চলছে।
ঢাকা/জেনিস
March 29, 2020 at 08:19AM Risingbd Bangla News https://ift.tt/2JpbxWW
মহামারি করোনাভাইরাস বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়াই স্বাভাবিক। আতঙ্কের সঙ্গে ভাইরাসটি নিয়ে নানা বিভ্রান্তিও ছড়িয়ে পড়ছে। নানা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া হচ্ছে নানা পরামর্শ ও সুরক্ষা কৌশল।
অপরীক্ষিত কৌশল ও পরামর্শ যদি সঠিক না হয়, তবে এ থেকেও বিপদ ঘটতে পারে। এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরামর্শই অনুসরণ করা উচিত। চারপাশে কী কী বিভ্রান্তি রয়েছে এবং এগুলো সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কী বলছে—
উষ্ণ ও আর্দ্র আবহাওয়াতেও কোভিড-১৯ ছড়ায়
উষ্ণ ও আর্দ্র আবহাওয়াসহ সব ধরনের পরিবেশ এবং এলাকায় করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। জলবায়ু ও আবহাওয়া যেমনই হোক, সতর্ক থাকুন।
সারা শরীরে অ্যালকোহল দিয়ে করোনামুক্ত থাকা যায় না
যে ভাইরাস এরই মধ্যে শরীরে প্রবেশ করেছে, তাকে মারতে সারা শরীরে অ্যালকোহল বা ক্লোরিন বা ব্লিচিং ছড়িয়ে কোনো লাভ নেই। এ ধরনের রাসায়নিকের সংস্পর্শ চোখ ও মুখের ত্বক ও ঝিল্লি (মিউকাস মেমব্রেন) ক্ষতি করে। এ দুইটি রাসায়নিকই ঘরদোর পরিষ্কারের কাজে লাগে।
নিউমোনিয়ার ভ্যাকসিন করোনা থেকে সুরক্ষা দেবে না
নিউমোকক্কাল ভ্যাকসিন বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিনসহ নিউমোনিয়ার ভ্যাকসিন শুধু নিউমোনিয়ার বিরুদ্ধেই কার্যকর। এগুলো করোনাভাইরাস থেকে সুরক্ষা দেবে না।
রসুন করোনাভাইরাস থেকে সুরক্ষা দেয় না
রসুন স্বাস্থ্যকর খাবার এবং এর রয়েছে অণুজীবনাশক ক্ষমতা। একইভাবে থানকুনি বা তুলসীপাতাও স্বাস্থ্যকর এবং এগুলোর নানা ঔষধি গুণ রয়েছে। কিন্তু এর কোনোটিরই করোনাপ্রতিরোধী কোনো ক্ষমতা নেই। এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ঠাণ্ডা আবহাওয়ায় করোনাভাইরাস মরে না
বাইরের তাপমাত্রা যা-ই হোক না কেন, মানুষের শরীরের তাপমাত্রা ৩৬ দশমিক ৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (৯৭-৯৯ ডিগ্রি ফারেনহাইট) থাকে। মনে রাখবেন, কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে ভালো পথ হচ্ছে একটু পরপরই সাবান-পানি বা অ্যালকোহলভিত্তিক হ্যান্ড রাব বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা। এর মাধ্যমেই আপনার হাতে থাকা জীবাণু অপসারিত হবে। একই সঙ্গে হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
মশার মাধ্যমে নতুন করোনাভাইরাস ছড়ায় না
মশার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। নতুন এই ভাইরাস শ্বাসপ্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত একটি ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির সময় তাদের শ্বাসতন্ত্র থেকে নির্গত ড্রপলেট বা লালার বিন্দু বা নাক ঝাড়ার সময় নির্গত জলকণার মাধ্যমে ছড়ায়। নিজেকে সুরক্ষিত রাখতে একটু পরপর হাত পরিষ্কার করুন এবং হাত দিয়ে নাক-চোখ-মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। একই সঙ্গে হাঁচি-কাশি রয়েছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
করোনাভাইরাসে শুধু বয়স্ক ব্যক্তিরা আক্রান্ত হয় না
করোনাভাইরাস সব বয়সি মানুষকে আক্রান্ত করতে পারে। বয়স্ক মানুষ বিশেষত যাদের অ্যাজমা, ডায়াবেটিস, হূদেরাগসহ নানা স্বাস্থ্য সমস্যা আগে থেকেই রয়েছে, তাদের ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।
করোনাভাইরাস প্রতিরোধ এবং এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়
অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। এটি শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। নতুন করোনা ভাইরাস বা কোভিড-১৯ একটি ভাইরাস। তাই এর প্রতিরোধ বা চিকিত্সায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেক রোগীকে হয়তো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সেগুলো করোনাভাইরাসের চিকিৎসার জন্য নয়, বরং ব্যাকটেরিয়ার সংক্রমণ যেন না ঘটে, সেজন্য দেওয়া হচ্ছে।
করোনাভাইরাস প্রতিরোধে সুনির্দিষ্ট ওষুধ নেই
করোনাভাইরাস প্রতিরোধে বা এর চিকিৎসায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ওষুধ নেই। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রকাশিত বিভিন্ন উপসর্গ অনুযায়ী তাকে চিকিৎসাসেবা দিতে হবে।
তথ্যসূত্র : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
ঢাকা/জেনিস
March 29, 2020 at 08:04AM Risingbd Bangla News https://ift.tt/2UNhQso
মহামারি করোনাভাইরাস মৃত্যুপুরী বানিয়ে ফেলেছে ইতালিকে। এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৪৭২ জন। প্রাণ হারিয়েছে রেকর্ড ১০ হাজার ২৩ জন। শনিবার একদিনেই মারা গেছে ৮৮৯ জন।
১৫ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ২১ ফেব্রুয়ারি সেখানে প্রথম মৃতের ঘটনা ঘটে। এরপর মাত্র ৩৬ দিনের ব্যবধানে ১০ হাজার মৃত্যুবরণ করেছে। শুক্রবার দিন রেকর্ড ৯১৯ জন মারা যায় সেখানে।
করোনাভাইরাস বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়েছে। কিন্তু ইতালিতে মৃতের হার এতো বেশি কেন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
প্রথমত, ইতালি বিশ্বের দ্বিতীয় দেশ যেখানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বাস করে। এক্ষেত্রে জাপানের পরেই তাদের অবস্থান। আর করোনাভাইরাস বয়স্ক মানুষদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ইতালির মানুষের গড় বয়স ৭৮ (সূত্র : স্বাস্থ্যসংস্থা)! সে কারণে আক্রান্তদের বাঁচানো সম্ভব হচ্ছে না। যদিও ব্যতিক্রম কিছু ঘটনাও রয়েছে। ১০২ বছর বয়সী ইতালিকা গ্রোন্দোনা করোনা জয় করে বাড়ি ফিরেছেন। ১০১ বছর বয়সে আরো একজন করোনা জয় করেছেন সেখানে।
দ্বিতীয়ত, ইতালি ছয় সপ্তাহ আগে লকডাউন করলেও সেখানকার মানুষ সেটা মানেনি। চীনের মতো তারা কড়াকড়িভাবে লকডাউন করতে পারেনি। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় একটা সময় লকডাউন না মানায় জরিমানা শুরু হয়। জরিমানার পরিমাণ বাড়তে বাড়তে এখন প্রায় সাড়ে ৩ হাজার ডলারে ঠেকেছে (প্রায় ৩ লাখ টাকা)। তবুও তাদের ঘরে রাখা যাচ্ছে না। বর্তমানে কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হলে তাকে সরাসরি জেল-হাজতে নিয়ে যাওয়া হচ্ছে।
তৃতীয়ত, ভয়ঙ্কর তথ্য হচ্ছে ইতালিতে আক্রান্ত ও মৃতের পরিমাণ আরো অনেক বেশি। যে সংখ্যাটা প্রকাশ পাচ্ছে সেটা প্রকৃত নয়। ইতালি এখন কেবল সবচেয়ে খারাপ অব্স্থা যাদের তাদের পরীক্ষা করছে। সবাইকে করতে পারছে না। সে কারণেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিন ৫ হাজারের মতো টেস্ট করে তারা। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাজার হাজার ইতালিয়ান পরীক্ষার অপেক্ষায় ঘরে বসে আছেন। একটা সময় স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ছিল না প্রয়োজনীয় লোকবল। সে কারণে তারা বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করতেও পারেনি। তাতে আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু। বেড়েছে মৃতের সংখ্যাও। তবে আশার বিষয় হচ্ছে দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে আসছে। হয়তো চলতি সপ্তাহের শেষ দিকে মৃতের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে আসবে। কারণ, ইতালিতে করোনাভাইরাস পিক পয়েন্টে আছে। এখান থেকে নিম্নমুখী হবে।
ঢাকা/আমিনুল
March 29, 2020 at 07:33AM Risingbd Bangla News https://ift.tt/2y9zcrM
ফিনল্যান্ড জুড়ে ঘাতক ভাইরাস করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। গতকাল শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে ১১৬৭ দাঁড়িয়েছে, তাদের মধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর।
করোনা ভাইরাসে সংক্রামিত বেশিরভাগই রোগীই দক্ষিণ ফিনল্যান্ডের। তাই গতকাল থেকে সমস্ত যান চলাচল বন্ধ করে রাজধানী হেলসিংকি সহ দক্ষিণ ফিনল্যান্ডেকে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
কভিড-১৯ ভাইরাস যেন মহামারী আকার ধারণ করতে না পারে, সে জন্য ১১২ জন সংক্রামিত রোগীকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। বাকী সমস্ত রোগীদের স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে ক্লিনিকাল স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।
সনি/নাসিম
March 29, 2020 at 06:37AM Risingbd Bangla News https://ift.tt/39rhwoL
অল ইন্ডিয়া রেডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ প্রোগ্রাম উপস্থাপনা করে থাকেন। সেখানে সম-সমায়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ২০১৪ সাল থেকে নিয়মিত করে আসছেন এই প্রোগ্রাম। যা প্রতি মাসের শেষ রোববার সম্প্রচার হয়। ইতিমধ্যে ৬১টি পর্ব সম্পন্ন করেছেন মোদি।
মার্চ মাসের পর্বটি আজ রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সম্প্রচারিত হবে। যেখানে বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা কোভিড-১৯ তথা করোনাভাইরাস নিয়ে কথা বলবেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ভারতের করোনা লড়াই নিয়েও কথা বলবেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যারা সামনে রয়েছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স, পুলিশ ‘মন কি বাত’–এর একটি অংশ তাদেরকে উৎসর্গ করতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে শনিবার রাতে এক টুইট বার্তায় মোদি বলেছেন, ‘টিউন করুন আগামীকাল বেলা ১১টায়। আগামীকালকের পর্বে কোভিড-১৯ এর উদ্ভুত পরিস্থিতির বিষয়ের উপর জোর দেওয়া হবে।’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে তিন সপ্তাহের লকডাউন চলছে। আর এই লকডাউন অবস্থায় প্রথমবার রেডিওতে আসছেন মোদি।
করোনাভাইরাসে ইতিমধ্যেই ভারতে ১৯ জন প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে ৮৭৩ জন।
ঢাকা/আমিনুল
March 29, 2020 at 06:29AM Risingbd Bangla News https://ift.tt/3405cuw
করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে পৃথিবীর সবেচেয়ে ক্ষমতাধর দেশ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত সর্বমোট ২ হাজার ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দেশটির স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, আক্রান্তের দিক থেকে দেশটি চীন ও ইতালিকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মৃত্যু হয়েছে এক হাজার ৭০৬ জনের। তবে মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ ইতালি।
কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন। মারা গেছে ৩০ হাজার ৪২৮ জন। সেরে উঠেছে ১ লাখ ৪১ হাজার ৪১৯ জন।
ঢাকা/নাসিম
March 29, 2020 at 06:18AM Risingbd Bangla News https://ift.tt/2UqW7Yz
করোনাভাইরাস সম্পর্কিত প্রচারণা চালানো ও মাস্ক বিতরণ শেষে ফিরছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন।
পথে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী বাজারে প্রচারণা চালাতে থাকেন। সাধারণ মানুষের মাঝে মাস্কও বিতরণ করেন। এরই ফাঁকে তিনি লক্ষ্য করেন বাজারের বেহাল দশা!
প্রচুর লোক সমাগম। সরকার ঘোষিত দোকানগুলো ছাড়াও অন্যান্য সব দোকান খোলা রয়েছে। মোটর মেকানিক, কাপড়, সেলুন, টিন-রড-সিমেন্টসহ বাজারের সব ধরনের দোকান খোলা। এসব দোকানে ভিড়ের পাশাপাশি আড্ডাও চলছিল। যেনো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখেও তাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। করোনাভাইরাসের প্রচারণা তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি।
অবশেষে জনসমাগম ও দোকাপাট বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন। তিনটি দোকানে জরিমানা করা হয়।
ওই বাজারের এ হক ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, মৃনাল মোটরর্সকে পাঁচ হাজার এবং গোবিন্দ হেয়ার কাটিংকে এক হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট।
নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘এসেছিলাম মাস্ক বিতরণ এবং জনসচেতনতা তৈরির জন্য। কিন্তু এসব বাজারের দোকানপাট সব খোলা ছিল। তাতে প্রচুর জনসমাগম ছিল। তাই বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছি।’
ফারুক/সনি
March 29, 2020 at 05:57AM Risingbd Bangla News https://ift.tt/2UoLa9G
টাঙ্গাইলে ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বিস্তারিত আসছে…
টাঙ্গাইল/সিফাত/ইভা
March 28, 2020 at 08:00AM Risingbd Bangla News https://ift.tt/3aqgyu8
দেশে সব সময় কম-বেশি আলোচনায় থাকে পুঁজিবাজার। বিশ্বের বিভিন্ন দেশে সময়ে সময়ে পুঁজিবাজার আলোচনায় আসে, কিন্তু আমাদের দেশে তা প্রায় বছরজুড়ে আলোচনায় থাকে। এর অন্যতম কারণ- পুঁজিবাজার নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যথেষ্ট জ্ঞানের অভাব এবং পর্যাপ্ত সংখ্যক মৌলভিত্তির কোম্পানি না থাকা।
২০০৯-১০ সালের দিকে যখন পুঁজিবাজারের উত্থান হতে শুরু করে, তখন সূচক ছিল ২৩০০ পয়েন্টের কাছাকাছি। এরপর হু হু করে বেড়ে প্রায় ৯ হাজার পয়েন্টে ওঠে। সূচকের এই অস্বাভাবিক বাড়ার অর্থনৈতিক কারণ ছিল না। তখন ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করতে থাকে; সেই সুযোগ তখন ব্যাংকের ছিল। সেই সঙ্গে না জেনে-বুঝে, সহায়-সম্বল বিক্রি করে বিনিয়োগ করতে থাকে সাধারণ মানুষ। অথচ এতটা বিনিয়োগ ধারণ করার অবস্থা দেশের পুঁজিবাজারের ছিল না।
পুঁজিবাজারের আসল উদ্দেশ্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা বরাবরই অনুধারণ করতে ব্যর্থ হন। তাদের অধিকাংশেরই পড়াশুনা বা অভিজ্ঞতা নেই। তাদের ধারণা, পুঁজিবাজার দিনে-দুপুরে কোটিপতি হওয়ার মেশিন। তারা অধিকাংশেই জানে না, যে কোম্পানিতে বিনিয়োগ করছে, তা কেন করছে?
তারা জানার চেষ্টাও করে না, যে কোম্পানিতে বিনিয়োগ করছে, সেই কোম্পানিটি তার বিনিয়োগের বিপরীতে কতটা মুনাফা দেওয়ার সামর্থ রাখে। সেখানে তার বিনিয়োগ কতটা নিরাপদ!
একটু তলিয়ে দেখলে দেখা যাবে, নামসর্বস্ব বহু কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। অনেক কোম্পানি একটি শেয়ারের বিপরীতে একাধিক রাইট শেয়ার ছেড়ে শত শত কোটি টাকা তুলে নিয়েছে। পরে ওইসব কোম্পানির পরিচালকদের হাতে থাকা অধিকাংশ শেয়ার সুকৌশলে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিয়েছেন।
আবার পুঁজিবাজারে এমন নামসর্বস্ব বহু কোম্পানি রয়েছে, যাদের পরিচালকদের হাতে তেমন শেয়ার নেই; অথচ সেই কোম্পানির শেয়ার ভালো দামে বিক্রি হচ্ছে। বছর শেষে কোম্পানিটি লোক দেখানো লভ্যাংশও ঘোষণা করে; যদিও সেটা বোনাস শেয়ারের লভ্যাংশ।
কোম্পানি সম্পর্কে না জেনে-বুঝে দ্রুত মুনাফার লক্ষ্যে ট্রেড করা (শেয়ার ক্রয়-বিক্রয় করে লাভ) যেমন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আত্মঘাতী, তেমনি পুঁজিবাজারে তা অনিষ্ট ডেকে আনে। প্রতিষ্ঠিত পুঁজিবাজারের জন্য দরকার মৌলভিত্তির কোম্পানি এবং ম্যাচিউট বিনিয়োগকারী।
একটি মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি ব্যবসায়িক স্বার্থে পুঁজিবাজার থেকে অর্থ নেবে এবং তা দিয়ে লাভ করে শেয়ারহোল্ডারদের ধারাবাহিক লভ্যাংশ দেবে; আর ম্যাচিউড বিনিয়োগকারীরা ওই কোম্পানিতে বিনিয়োগ করবে, বছর শেষে ভালো মুনাফার আশায়; এমন কোম্পানি ও বিনিয়োগকারী দরকার।
এমন কোম্পানি ও বিনিয়োগকারী অবশ্যই আছে, তবে সেই সংখ্যা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন শতাধিক কোম্পানি তালিকাভুক্ত আছে। কিন্তু ভালো নিট সম্পদ মূল্য (এনএভি), ধারাবাহিক ভালো মুনাফা দেওয়া ও ভালো ব্যবস্থাপনাসম্পন্ন কোম্পানি কয়টি আছে? ১৫-২০টির বেশি হবে না।
পুঁজিবাজারে মন্দা অবস্থায়, যেখানে ব্যাংকসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে গেছে; সেখানে এই ১৫-২০টি কোম্পানির শেয়ার অভিহিত মূল্যের একশত গুণ, দেড়শত গুণ বা দুইশত গুণ দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ পুঁজিবাজারে ভালো কোম্পানির খুব চাহিদা রয়েছে।
বিভিন্ন সময়ে দাবি উঠেছে, দেশীয় বা বহুজাতিক এবং সরকারি ভালো কোম্পানি পুঁজিবাজারে আনার। ভালো কোম্পানি পুঁজিবাজারে আসলে সরকার ট্যাক্সে ছাড় দেয়। এ সুবিধা পাওয়ার পরও ইউনিলিভারের মতো বহু কোম্পানিকে সরকার পুঁজিবাজারে আনতে পারেনি। তবে সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
পুঁজিবারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ নিরাপদ। ২০১০ সালে বড় ধস এবং এর পরবর্তী মন্দা অবস্থার মধ্যে কয়েকটি মৌলভিত্তির কোম্পানিতে (নাম উল্লেখ করলাম না) যারা বিনিয়োগ করে রেখেছিলেন; তাদের বিনিয়োগ নিরাপদ রয়েছে। উপরুন্ত প্রতিবছর ভালো লভ্যাংশ পেয়েছেন।
আমরা যারা সাধারণ মানুষ দিন আনি, দিন খাই, তাদের ওয়ালটনের মতো কোম্পানিতে বিনিয়োগের (অন্য কথায় মালিক হওয়ার, যদিও সেটা ক্ষুদ্রতম অংশের) সামর্থ নেই; যদি না সেটা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি পুঁজিবাজারে আসলে, তাতে বিনিয়োগ করে সাধারণ মানুষের প্রতিবছর আয়ের একটা উৎস তৈরি হতে পারে।
ঢাকা/তানিম
March 28, 2020 at 07:54AM Risingbd Bangla News https://ift.tt/3bxyS4K
করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সুস্থতা কামনা করে টুইট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে টুইট বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, আপনি একজন যোদ্ধা এবং আপনি এই চ্যালেঞ্জকেও হারাবেনই। আপনার সুস্বাস্থ্যের প্রার্থনা করি এবং স্বাস্থ্যকর ব্রিটেনের জন্য শুভেচ্ছা রইলো।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। পরীক্ষায় এসেছে, আমার শরীরে করোনা ভাইরাস রয়েছে। আমি সেলফ আইসোলেশনে রয়েছি। কিন্তু এখান থেকেই ভাইরাস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
এর আগে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লসের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস। বিশ্বে প্রায় ৫ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বিগত ২৪ ঘণ্টার আক্রান্তের হার সবচাইতে বেশি ছিলো যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মৃত্যু হারে বর্তমানে এগিয়ে স্পেন।
ঢাকা/জেনিস
March 28, 2020 at 07:44AM Risingbd Bangla News https://ift.tt/33OJglY