করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে জেকেজি-রিজেন্টসহ নানা প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির মুখোশ উন্মোচন এই সরকারের কৃতিত্ব বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, কারো সহায়তায় নয় নিজ উদ্যোগেই সরকার করোনা নিয়ে এসব প্রতিষ্ঠানের অনিয়ম উদঘাটন করেছে।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আরো সতর্ক হওয়া উচিৎ ছিল বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপেই দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম।
ওই অনুষ্ঠানে এস আলম গ্রুপ কর্তৃক চট্গ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০টি হাইফ্রো নজুল ক্যানুলা প্রদান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে কোভিড-১৯ হসপিটালে রুপান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এছাড়া এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন এবং কক্সবাজার জেলায় দুইটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/32sv8jC
Post Come trough : Nachole News | নাচোল নিউজ