ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চতুর্থবারের মতো শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন নাইট রাইডার্স।
পুরো টুর্নামেন্টে ১২টি ম্যাচের মধ্যে একটিতেও পরাজিত হয়নি পোলার্ড বাহিনী। প্রায় প্রতি ম্যাচেই শক্তিমত্তা দেখিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে তারা। যথারীতি ফাইনালেও ড্যারেন স্যামির সেন্ট লুসিয়ার উপর ছড়ি ঘুরিয়েছে দলটি।
ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে টস জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নাইট রাইডার্স দলপতি পোলার্ড। এরপর ব্যাটিং করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয় স্যামির দল।
৩০ রান খরচায় ৪ উইকেট নিয়ে সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইন আপে বড়সড় আঘাত হানেন অলরাউন্ডার কাম পোলার্ড। পাকিস্তানি রিক্রুট ফাওয়াদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের আলী খান প্রত্যেকে ২ উইকেট নিয়ে নাইট রাইডার্স শিবিরে ধ্বস নামান।
প্রতিপক্ষের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে তেমন সুবিধা করতে পারেননি সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানেরা। ২৭ বলে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। এছাড়া ওপেনার মার্ক দেয়াল ২৯ এবং আফগান রিক্রুট নাজিবউল্লাহ জাদরান ২৪ রান করেন।
১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার লেন্ডল সিমন্স এবং বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর ব্যাটিং তান্ডবে ১১ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স।
৪ ছক্কা এবং ৮ চারের সাহায্যে ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সিমন্স। অপরদিকে ৬টি ছক্কা এবং ২টি চারের মাধ্যমে ৪৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রাভো। সেন্ট লুসিয়ার পক্ষে একটি করে উইকেট নিতে পেরেছেন স্কট কুজ্ঞেলেইন এবং রস্টন চেজ।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট লুসিয়া জুকস: ১৫৪/১০ (১৯.১ ওভার) (ফ্লেচার ৩৯, দেয়াল ২৯; পোলার্ড ৪/৩০, ফাওয়াদ ২/২২)
ত্রিনবাগো নাইট রাইডার্স: ১৫৭/২ (১৮.২ ওভার) (সিমন্স ৮৪*, ব্রাভো ৫৮*; কুজ্ঞেলেইন ১/৩০, চেজ ১/১৩)
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3maaNXz
Post Come trough : Nachole news