পঞ্চগড়ে জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
পঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
একই দিনে জেলায় আরও ১৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৭ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তার পজিটিভ রেজাল্ট আসে।
এছাড়াও গত রোববার জেলার ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্য থেকেও ১৩ জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদিকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2P1GiE7
Post Come trough : PURBOPOSHCIMBD