প্রত্যেক কারাবন্দিকে দেওয়া হবে ৩০০ গ্রাম মাংস
নিজস্ব প্রতিবেদককেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিরা ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছে। ঈদ উপলক্ষে তাদের নাস্তা দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি। এছাড়া তাদের দেওয়া হবে ৩০০ গ্রাম করে মাংস। শনিবার (১ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মহাবুবুল ইসলাম এ কথা জানান।
তিনি জানান, কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজারের মতো বন্দী আছে। এবার ঈদে বন্দিরা যার যার ভবনের ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছে।
এছাড়া দুপুরে বন্দিদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। ঈদ উপলক্ষে বন্দিদের ৩০০ গ্রাম করে মাংস দেওয়া হবে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেওয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে তার পরিমাণ দ্বিগুণ।
তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই করা হচ্ছে। এছাড়া আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সাথে মোবাইলে কথা বলতে পারবে। দেখা-সাক্ষাৎ রোজার ঈদের মতো এবারওে বন্ধ আছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/39MX6bC
Post Come trough : PURBOPOSHCIMBD