কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে
মহানগর থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।
নিজস্ব প্রতিবেদকমহানগর থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
শনিবার (১ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বর্জ্য অপসরণ কার্যক্রমে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুর ২টার পর থেকে এ কর্যক্রম শুরু হবে। আশা করছি, গতবারের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটির কোরবানির সব বর্জ্য অপসরণ করা সম্ভব হবে। আর শুক্রবার রাত ১২টা থেকে হাট কেন্দ্রিক সব বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদকে কেন্দ্র করে সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hO8V3Y
Post Come trough : PURBOPOSHCIMBD