সাতক্ষীরায় ২ গ্রুপের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত
সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে লিয়াকত আলী নামে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের কয়ারবিলে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে লিয়াকত আলী নামে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের কয়ারবিলে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোরে কয়ারবিল এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে- এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এ সময় তার পাশে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা পড়ে ছিল।
পুলিশ তাৎক্ষণিক বুলেটবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে দশটি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fgvVGV
Post Come trough : PURBOPOSHCIMBD