গোপালগঞ্জে আরও ৫০ জনের করোনা শনাক্ত
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে একদিনে নতুন করে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৬৫৯ জনে।
শনিবার (১ আগস্ট) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, কাশিয়ানী উপজেলায় ১০ জন, কোটালীপাড়া উপজেলায় সাতজন, মুকসুদপুর উপজেলায় চারজন ও টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলা থেকে মোট ৭ হাজার ৬৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকিদের মধ্যে ১ হাজার ১৫১ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ১৩৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত ১ হাজার ৬৫৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫৮৮ জন, কাশিয়ানী উপজেলায় ২৭৩ জন, মুকসুদপুর উপজেলায় ২৭১ জন, কোটালীপাড়া উপজেলায় ২৬৭ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৬০ জন রয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gl0bBR
Post Come trough : PURBOPOSHCIMBD