আমাদের অনেক ভাই নিজ উদ্যোগে Social Advancement Bangladesh (SABA - সাবা) এর ব্যানারে বাংলাদেশের প্রায় ২৫টি স্থানে অসহায়, বিপদগ্রস্ত মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এখন পর্যন্ত সম্পুর্ন নিজ উদ্যোগে SABA - সাবা ৫০০+ পরিবারের জন্য এক মাসের খাদ্যের ব্যাবস্থা করা হয়েছে।
আমাদের ইচ্ছা শক্তি প্রবল কিন্তু সামর্থ্য খুবই কম। কিন্তু এরই মাঝে আমরা আমাদের গতিতে চেষ্টা করছি, যতটা পারছি করছি। প্রতিদিন অনেক ম্যাসেজ কল আসে আমাদের কাছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সামর্থ্য যতটুকু আমরা ততটুকুই করতে পারছি।
সময় এসেছে সবার এগিয়ে আসার, নিজ গ্রামে, শহরে গরিব প্রতিবেশিদের খোঁজ খবর নেন। যারা একটু সচ্ছল সবাই এগিয়ে আসুন, নিজ উদ্যোগে যার যার গ্রামের বাড়িতে সাহায্য করুন। আপনার সামান্য অনুদানই পারে, মানুষের মুখে হাসি ফোটাতে, বাঁচাতে পারে অনেক জীবন।
যে যা পারেন তাই নিয়ে নেমে পরেন। বিশ্বাস করেন গেল ১টা সপ্তাহে অন্তত এমন ১০০ মানুষ দেখেছি যাদের ঘড়ে এক বেলার খাবার নেই, এক ছটাক চাল নেই, এমনকি গেল একটি মাসে ত্রানতো দূরের কথা ত্রানের গাড়িও দেখেনি। এই সময় আমাদের সবার সাধ্য মত সাহায্য করা অবশ্যক।