পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় শতাধিক ট্রাক
পদ্মা নদীর তীব্র স্রোতে আর ফেরি সংকটে থাকা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমেনি। পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
মানিকগঞ্জ প্রতিনিধিপদ্মা নদীর তীব্র স্রোতে আর ফেরি সংকটে থাকা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমেনি। পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, দুই টার্মিনালের ট্রাক এখনও পার হতে পারেনি। সকালে ছোট গাড়ি ও বাসের চাপ না থাকলেও ঘাট পারের অপেক্ষায় আছে তিন শতাধিক ট্রাক। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ১৬টির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।
জিল্লুর রহমান জানান, ফেরি সংকটের কারণে পারাপার ব্যাহত হচ্ছে। আর একটি রো রো ফেরি চলাচল করতে পারলে চাপ কিছুটা কমানো যেতো। দুইটি ফেরি মেরামতের জন্য থাকায় ও তীব্র স্রোতে ছোট ফেরি চলাচল করতে না পারায় ভোগান্তি বেড়েছে।
পূর্বপশ্চিম-এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2BfG5Kg
Post Come trough : PURBOPOSHCIMBD