তুচ্ছ ঘটনায় স্ত্রীকে গলাটিপে হত্যা, রহস্য উদঘাটন!
লক্ষ্মীপুর প্রতিনিধিনববধূ বায়না ধরেছে বাপের বাড়িতে যেতে। কিন্তু লকডাউনের মধ্যে হাতে টাকা না থাকায় নববধূকে নিয়ে শ্বশুর বাড়িতে যেতে রাজি হয়নি স্বামী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে স্বামীকে ধাক্কা দেন স্ত্রী। আর জিদের বসে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পাষণ্ড স্বামী।
ঘটনাটি প্রায় আড়াই মাস আগের হলেও এর রহস্য উদঘাটন হয়েছে শুক্রবার (১৭ জুলাই)। লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করে হত্যাকারী স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
থানা পুলিশ জানায়, গত ছয় মাস আগে রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের মো. আলী হায়দারের পুত্র মো. রাশেদের (২৪) সাথে পারিবারিকভাবে একই উপজেলার চরবংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সীমা আক্তার সুমির (১৯) বিয়ে হয়।
গত ৪ মে রাত সোয়া একটার দিকে স্বামীর বাড়িতে সুমির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী রাশেদ এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাবি করলেও সুমির মাতা ছালেহা বেগম রায়পুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। পরে সদর হাসাপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করে পারিবারিকভাবে দাফন করা হয়।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সুমির মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে আসে। রিপোর্টে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য পরদিন (শুক্রবার) পুলিশ স্বামী রাশেদকে আটক করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাশেদ তার স্ত্রীকে গলাটিপে হত্যা বিষয়টি স্বীকার করে। পরে ওইদিন তাকে আদালতে হাজির করলে ১৬৪ ধারায় হত্যার জবানবন্দি দেয় ঘাতক স্বামী রাশেদ।
ওসি আরও বলেন, রাশেদকে জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে সে স্বীকার করেছে- তার নতুন স্ত্রী তাকে বাপের বাড়িতে নিয়ে যেতে বলে। কিন্তু করোনাকালীন লকডাউনের কারণে স্বামী রাশেদের আয় রোজগার না থাকায় শ্বশুর বাড়িতে যেতে রাজি হয়নি। এর জেরে স্ত্রীকে গলাটিকে হত্যা করে রাশেদ। পরে স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সে সকলকে জানায়। কিন্তু ঘটনাটি সন্দেহ হলে এ বিষয়ে অপমৃত্যু মামলা করে সুমির মা। ময়নাতদন্ত রিপোর্টে আমরা যখন জানতে পেরেছি এটি হত্যা, তখন অত্যন্ত বিচক্ষণতার সহিত জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রাশেদকে থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার লোমহর্ষক ঘটনাটি স্বীকার করায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলায় ঘাতক রাশেদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সেখানে তার জবানবন্দি গ্রহণ করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালতের বিচারক।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2ZCQ6uc
Post Come trough : PURBOPOSHCIMBD