লক্ষ্মীপুর পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি ঢাকার আনোয়ার খানঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার মেজো ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাউদ্দিন টিপু।
এ দিকে মেয়র আবু তাহেরের সুস্থতা কামনা করে পৌরসভার বিভিন্ন মসজিদে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, পৌরবাসীকে করোনা সংক্রমণ থেকে নিরাপদে রাখতে নিরলসভাবে কাজ করছেন মেয়র আলহাজ্ব আবু তাহের। করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ত্রাণ কার্যক্রমেও অংশ নিয়েছেন মেয়র আবু তাহের। এছাড়া সংক্রমণ এড়াতে মেয়রের নেতৃত্বে সদর হাসপাতালসহ পৌরসভার বিভিন্ন স্থানে জীবানুনাশক ঔষধ ছিটানোর কাজে অংশ নিয়েছেন। আজ নিজে করোনায় আক্রান্ত হয়েছেন। মেয়রের সুস্থতার জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৭২ জন। করোনায় মারা গেছে এখন পর্যন্ত ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৮০৫ জন। এ দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫ জন। যদিও স্বাস্থ্যবিভাগের হিসেব অনুযায়ী ৬৯ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fE6Kzm
Post Come trough : PURBOPOSHCIMBD