বিশ্বে আবারো বেড়েছে করোনায় মৃত্যু। করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ৬ লাখ ২৯ হাজার। এসময়ে শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৭৯ হাজার। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখের বেশি।
ভারতে একদিনে রেকর্ড ৪৫ হাজার ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ১শ ২০ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার। দেশটিতে মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ৩৯ হাজারের বেশি।
বিশ্বে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে প্রায় ১৩শ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৬৫ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৭১ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু ১২শর বেশি মানুষের। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার।
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৫১ জনে। ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2ON7YMN
Post Come trough : Nachole News | নাচোল নিউজ