আফগানিস্তানে বিমান হামলায় তালেবানসহ নিহত ৪৫
পূর্ব আফগানিস্তানে এক বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছে। বুধবারের (২২ জুলাই) ঐ হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও তালেবান যোদ্ধা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্কপূর্ব আফগানিস্তানে এক বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছে। বুধবারের (২২ জুলাই) ঐ হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও তালেবান যোদ্ধা রয়েছে।
হেরাতে বিভিন্ন হামলার সঙ্গে জড়িত ছয়জন গুরুত্বপূর্ণ তালেবান কমান্ডার ছিল এই আক্রমণের লক্ষ্যবস্তু।
হেরাত প্রদেশের আদরাস্কান জেলার গর্ভনর আলী আহমেদ ফারিকের বরাত দিয়ে আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক।
তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় খাম জিয়ারাট এলাকায় ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে তালেবান যোদ্ধাও রয়েছে। তবে বাকি ৩৭ জনের মধ্যে কতজন বেসামরিক নাগরিক বা তালেবান এটা স্পষ্ট নয়।
এক বিবৃতিতে তালেবান মুখপাত্র ক্কারী মোহাম্মদ ইউসেফ আহমাদী বলেন, হেরাতে দুটি বিমান হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছে।
দুই দফা হামলার কথা স্থানীয় দুইজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন। আহমদীর মতে, এই ধরনের হামলার কারণে সাম্প্রতিক সময়ে যারা জেল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের অস্ত্র তুলে নিতে বাধ্য করছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, আফগান বাহিনীর হাতে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফল প্রকাশ্যে জানানো হবে।
পার্শ্ববর্তী গুজারা জেলার কর্মকর্তা হাবিব আমিনিও এই ঘটনায় ৪৫ জন নিহত ও অনেক আহতের খবর নিশ্চিত করেছেন। তবে দেশটিতে অবস্থান করা মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানান, বুধবারের হামলার সঙ্গে তারা জড়িত নয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শান্তি চুক্তির জন্য আফগানিস্তান, মার্কিন বাহিনী ও তালেবানদের মধ্যে অস্ত্র বিরতিও চলে। ওই সময় বন্দিমুক্তির দাবি ওঠে। এই প্রক্রিয়াও ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/32RHWAp
Post Come trough : PURBOPOSHCIMBD