ব্রাজিলে ২৪ ঘণ্টায় সনাক্ত ৬৮ হাজার
করোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলে সংক্রমণের প্রকোপ বেড়েই চলছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড শনাক্ত দেখল দেশটি। এই সময়ে প্রায় ৬৮ হাজার মানুষের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলে সংক্রমণের প্রকোপ বেড়েই চলছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড শনাক্ত দেখল দেশটি। এই সময়ে প্রায় ৬৮ হাজার মানুষের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৬৭ হাজার ৮৬০ জনের শরীরে করোনাভাইরাসের শনাক্ত করা হয়েছে।
তাতে বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে সরকারি হিসেবে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২২ লাখ ৩১ হাজার। তালিকায় ব্রাজিলের ওপরে কেবল যুক্তরাষ্ট্র, ৪১ লাখ ছাড়িয়েছে।
চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ব্রাজিলে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৭১ জন। মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটি।
বিশেষজ্ঞদের ধারণা, ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা অনেক বেশি। দেশটিতে প্রয়োজনের তুলনায় পরীক্ষা করা হচ্ছে খুব কম।
অন্যদিকে, বিশ্বজুড়েও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আক্রান্ত ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থদের সংখ্যা ৯৩ লাখ ৫০ হাজার ছুঁই ছুঁই। বর্তমানে বিশ্বে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৫৪ লাখ ৯৪ হাজারের কিছু বেশি।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hnesy0
Post Come trough : PURBOPOSHCIMBD