ডা. প্রমোদ চক্রবর্তী
MBBS ( ঢাকা)
পিজিটি (সার্জারী)
মেডিকেল অফিসার, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মা ও শিশু রোগে অভিজ্ঞ।
এভাবেই ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রে নিজের পরিচয় দিয়ে ও দালাল মারফত আকৃষ্ট করতেন রোগীদের, মানিকগঞ্জের সুপার ডায়াগনস্টিক সেন্টার, সিংগাইরের বাস্তা ও সাহরাইল এর ফার্মেসীতে, সাভার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন স্থানে নিয়মিত স্থানভেদে ৩০০- ১০০০ টাকা ভিজিটে রোগী দেখতেন, করতেন অপারেশন ও!! দীর্ঘদিন চিকিৎসা নেয়া ও প্রতারণার শিকার রানা হোসেন ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ে।
মান্যবর জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস স্যার এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে তদন্ত ও শুনানি শেষে অভিযুক্ত নামধারী ডা. প্রমোদ চক্রবর্তী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৪ ধারায় ২,০০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। ব্যবস্থাপত্রে ব্যবহৃত পদবীর স্বপক্ষে কোন কাগজপত্র দেখতে পারেন নি অভিযুক্ত এবং তিনি স্বীকার করেন কোলকাতা থেকে এগার ক্লাস পাস করে Alternative Medicine বিষয়ে কোর্স করেন কিন্তু বি এম ডি সির কোন রেজিষ্ট্রেশন নেই, ডা. পদবী, এম বি বি এস (ঢাকা), পিজিটি(সার্জারি), মেডিকেল অফিসার,মা ও শিশু রোগে অভিজ্ঞ ইত্যাদি খেতাব ব্যবহার করে এতদিন প্রতারণা করে আসছিলেন এবং ভবিষ্যতে তিনি আর এই ধরনের প্রতারণা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫% হিসেবে ৫০,০০০ টাকা প্রদান করা হয়েছে।
আনাচে কানাচে ছদ্মবেশী ভূয়া ডাক্তার থেকে সাবধান। সুনির্দিষ্ট তথ্য থাকলে অভিযোগ জানান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা ভোক্তা অধিকারের হটলাইন ১৬১২১ নম্বরে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2ZBqFJF
Post Come trough : Nachole News | নাচোল নিউজ