দেশে করোনায় মৃতদের ৭৯ ভাগ পুরুষ
নিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার পর্যন্ত দেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২২৩৮ জনের। এর মধ্যে ১৭৭০ জন পুরুষ। শতকরা হার ৭৯.০৯ ভাগ। এছাড়া ৪৬৮ জন নারী মারা গেছেন। মৃতের হার ২০.৯১ শতাংশ।
ওইদিন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় লিঙ্গ বিবেচনায় পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন মারা গেছেন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের হার ০-১০ বছর বয়সী ১৪ জন (০.৬৩ শতাংশ), ১১-২০ বছর বয়সী ২৬ জন (১.১৬ শতাংশ), ২১-৩০ বছর বয়সী ৭৩ জন (৩.২৬ শতাংশ), ৩১-৪০ বছর বয়সী ১৫৯ জন (৭.১০ শতাংশ), ৪১-৫০ বছর বয়সী ৩২৭ জন (১৪.৬১ শতাংশ), ৫১-৬০ বছর বয়সী ৬৫০ জন (২৯.০৪ শতাংশ) এবং ষাটোর্ধ্ব বয়সী ৯৮৯ জন (৪৮.১৯ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় ১৫৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৭৮৪টি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩৬০ জনের। এপর্যন্ত শনাক্ত ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭০৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৪৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮.১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ০-১০ বছর বয়সী একজন, ১১-২০ বছর বয়সী একজন, ৩১-৪০ বছর বয়সী দুজন, ৪১-৫০ বছর বয়সী তিনজন, ৫১-৬০ বছর বয়সী ১১ জন, ৬১-৭০ বছর বয়সী ১২ জন, ৭১-৮০ বছর বয়সী ৯ জন এবং ৮১-৯০ বছর বয়সী দুজন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহীতে দুজন, খুলনায় ছয়জন, ময়মনসিংহ বিভাগে দুজন, সিলেটে দুজন এবং রংপুরে তিনজন মারা গেছেন।
এপর্যন্ত ঢাকা বিভাগে ১১২৮ জন, চট্টগ্রামে ৫৮৫ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৮১ জন, সিলেটে ৯৭ জন, রংপুরে ৬৯ জন এবং ময়মনসিংহে ৫৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৭৪১ জন, চট্টগ্রামে ৪২০, রংপুরে ৬৮, খুলনায় ১০৮, বরিশালে ৯৮, রাজশাহী বিভাগে ১৯২, সিলেটে ৬৬ এবং ময়মনসিংহে ১৩ জন সুস্থ হয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2ClIdjE
Post Come trough : PURBOPOSHCIMBD