বাংলাদেশসহ ইতালির নিষেধাজ্ঞায় ১৩ দেশ
করোনার সঙ্গে লড়ছে এমন ১৩টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। অর্থাৎ তালিকার ১৩টি দেশের নাগরিক অথবা ভ্রমণকারীরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না।
আন্তর্জাতিক ডেস্ককরোনার সঙ্গে লড়ছে এমন ১৩টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। অর্থাৎ তালিকার ১৩টি দেশের নাগরিক অথবা ভ্রমণকারীরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা এমন ঘোষণা দিয়েছেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলো হল- বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মালদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিক রিপাবলিক। সবগুলো দেশেই করোনাভাইরাসের সাম্প্রতি পরিস্থিতি উদ্বেগজনক।
অর্থাৎ এই সকল দেশের নাগরিক অথবা অন্য যেকেউ যিনি গেল ১৪ দিনের মধ্যে এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
এই ১৩টি দেশ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন ও শেনজেন বহির্ভূত দেশগুলোর নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
উল্লেখ্য, ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৩৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৪ হাজার ৯২৬ জন।
পূর্বপশ্চিম-এইচএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gVSpi3
Post Come trough : PURBOPOSHCIMBD