শফিকুল ইসলাম,গোমস্তাপুর:
গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশনে প্রায় ৫ মাস ধরে থাকা মানসিক প্রতিবন্ধী আবুল কালাম (৩৪) ফিরে গেল তার পরিবারের কাছে । কুঁড়িগ্রাম জেলার ভূরুঙ্গমারি উপজেলার পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে আবুল কালাম। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পুলিশের মাধ্যমে তাকে পরিবারের নিকট তুলে দেন।
পরিবারের লোকজন জানায়,গত ২২ জানুয়ারি ২০১৭ তারিখ আবুল কালাম নিজ বাড়ি থেকে কাউকে না বলে বের হয়ে যায়। তার সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করা হয়। পরে তাকে না পেয়ে ২৮ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যার নং-১০৩৮। নিখোঁজের সময় কালাম মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন জানায়।
এদিকে আবুল কালাম প্রায় ৫ মাস পূর্বে রহনপুর পৌর এলাকায় এসে রেল স্টেশনে থাকতে শুরু করে। সে সময় রহনপুরস্থ নুনগোলা মহল্লার গৃহীনি এসফুল বেগম মাঝে মধ্যে তাকে পোশাক ও খাদ্য সহায়তা করতেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রহনপুর শাখার কর্মচারী আব্দুল আওয়ালের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালামের পরিবারের সাথে কথোপকথন হয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার কালামের পরিবারের সদস্যগণ রহনপুর এসে কালামকে তাদের পরিবারের সদস্য হিসেবে সনাক্ত করেন। ওই দিনই সন্ধ্যায় রহনপুর আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান খাঁন স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কালামকে তার পরিবারের কাছে তুলে দেন।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2CBKUyf
Post Come trough : Nachole News | নাচোল নিউজ