দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১ আগস্ট সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
ধর্মসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ চাঁদ দেখা না যাওয়ায় বৃস্পতিবার থেকে জিলহজ মাসের দিন গণনা শুরু হলো। এর ফলে বাংলাদেশে আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানেরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/32G1JlZ
Post Come trough : Nachole News | নাচোল নিউজ