রাজধানী ঢাকার কেরানীগঞ্জে সরকারি আদেশ অমান্য করে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখে দৌড়ে পালিয়েছে দুই এনজিও কর্মী।
মঙ্গলবার দুপুরে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মাস পর্যন্ত সব ধরণের ঋণের কিস্তি আদায়ে জবরদস্তি না করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশা মানতে এনজিওগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু সরকারের নির্দেশনা না মেনে জোর করে ঋণের কিস্তি আদায় করছে এনজিওগুলো। বাড়ি বাড়ি গিয়ে ঋণগ্রহীতাদের নানা ভাবে হেনস্তাও করছে মাঠকর্মীরা। মামলা হামলার ভয় দেখিয়ে ঘর ছাড়া করেছে অনেককে। যে কোন প্রকার আজুহাত মানতেও নারাজ তারা।
‘কেরানীগঞ্জে কিস্তি আদায়ে জবরদস্তি’ শিরোনামে দৈনিক আমার সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ পেলে ভুক্তভোগী কিছু ঋণগ্রহীতা সাহস করে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলকে জানান।
পরে ঋণ গ্রহীতাদের অভিযোগ পেয়ে রোহিতপুরে অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অভিযানের খবর টের পেয়ে দ্রুত ছটকে পড়ে দুই এনজিও কর্মী।
পরে তাদের না পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত এনজিওর কার্যালয়ে গিয়ে অফিসের কর্মকর্তাদের সতর্ক করে দেন।পরবর্তীতে এমন অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানিয়ে দেন তিনি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2CtKHx0
Post Come trough : Nachole News | নাচোল নিউজ