সাংবাদিকতায় সেন্সরশিপ প্রত্যাশা করি না
গণমাধ্যম আমার কাছে আয়নার মতো। আমি নিজেকে গণমাধ্যমের মাধ্যমে দেখি। সাংবাদিকরা অবশ্যই ভালো কাজের সংবাদ প্রকাশ করবেন। খারাপ কাজ হলেও তার গঠনমূলক সমালোচনা করবেন।
নিজস্ব প্রতিবেদকপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গণমাধ্যম আমার কাছে আয়নার মতো। আমি নিজেকে গণমাধ্যমের মাধ্যমে দেখি। সাংবাদিকরা অবশ্যই ভালো কাজের সংবাদ প্রকাশ করবেন। খারাপ কাজ হলেও তার গঠনমূলক সমালোচনা করবেন। সংবাদের কোনো সেন্সরশিপ আমি প্রত্যাশা করি না। তবে অবশ্যই সাংবাদিকদের সেলফ সেন্সরশিপ থাকতে হবে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, শাহাবুদ্দীন কোরেশী, ইব্রাহীম ফাতেমী, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত কাওসার, দফতর সম্পাদক শহিদুল রাজী, আন্তর্জাতিক সম্পাদক শাহীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইজিপি বলেন, মিডিয়া কর্মীদের আমরা সহকর্মী মনে করি। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া। সাংবাদিকদের কাছে বিভিন্ন সোর্স থেকে তথ্য আসবে এটাই স্বাভাবিক। তবে সংবাদ প্রকাশ করলে যদি তা দেশের এবং সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই আমার প্রত্যাশা থাকবে সাংবাদিকরা তার বিবেকের কাছে প্রশ্ন রেখে তা প্রকাশ করবেন।
পুলিশ বাহিনী সম্পর্কে ড. বেনজীর আহমেদ বলেন, অবসর-পরবর্তী জীবনে যেভাবে পুলিশকে দেখতে চাই, ঠিক সেই টার্গেট নিয়েই কাজ করছি আমরা। এরই মধ্যে আমরা পাঁচটি টার্গেট করেছি। আমার সহকর্মীরা এর বাস্তবায়নে প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের মিডিয়া সম্পর্কে উচ্চাশা প্রকাশ করে পুলিশপ্রধান বলেন, আমাদের মিডিয়া কর্মীরা এক দিন আন্তর্জাতিক মান অর্জন করবে। এক সময় আমাদের দেশের সংবাদকর্মীদের বিদেশিরা প্রশংসা করবে। অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবে পুলিশ।
আইজিপি বেনজীরকে অত্যন্ত উঁচুমানের ‘আইকনিক লিডার’ হিসেবে আখ্যায়িত করে আবুল খায়ের বলেন, গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কীভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে, সুনাম করছে। আমাদের প্রত্যাশা এই ধারা অব্যাহত থাকবে। আইজিপি তার বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ, সাংবাদিকসহ দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অসুস্থদেরও দ্রুত সুস্থতা কামনা করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/3eSQVU3
Post Come trough : PURBOPOSHCIMBD