শুধু ডিজি নয়, স্বাস্থ্যমন্ত্রীরও বিদায় চাই
নাটোর প্রতিনিধিবিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। একদিকে তাদের ব্যর্থতা অন্যদিকে দুর্নীতি আর সমন্বয়হীনতায় পুরো স্বাস্থ্য বিভাগ ভঙ্গুর হয়ে পড়েছে। এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ জন্য পুরো দায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি বা দুই-একজন কর্মকর্তার পদত্যাগই যথেষ্ট নয়, ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
বুধবার (২২ জুলাই) নাটোর শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ে জেলা যুবদল আয়োজিত ভার্চুয়াল কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই ভূমি উপমন্ত্রী এসব কথা বলেন।
জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রাব্বানী, বিএনপি নেতা জিল্লুর রহমান বাবুল চৌধুরী, আনিসুর রহমান আনিস প্রমুখ।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমে করোনার ফলাফল জালিয়াতির বিষয়টি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশ্বে এখন আমরা প্রায় একঘরে হয়ে পড়েছি। এটা দেশের জন্য কতটা অপমানজনক, তা এই সরকারের বোধগম্য হবে না। শুধু স্বাস্থ্য বিভাগই নয়, সব সেক্টরে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও বহির্বিশ্বে দেশের সুনাম নষ্ট করার জন্য এ সরকারের সরে যাওয়া উচিত।
তিনি বলেন, বর্তমান শাসক শ্রেণির লুটপাটকারীরা শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী টেন্ডারবাজি করেন। তার ছেলের নেতৃত্বে পিপিই দুর্নীতি ও মাস্ক দুর্নীতি হয়েছে। মিঠু বাহিনীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শুধু পদত্যাগ করলেই হবে না, সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করতে হবে। সবাইকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ift.tt/2ZPl2rl
Post Come trough : PURBOPOSHCIMBD