প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
গাইবান্ধা প্রতিনিধিদশম শ্রেণির এক ছাত্রী ভালোবাসে এক যুবককে। দুই পরিবার হয়ত মেনে নেবে না তাদের সম্পর্ক- এই ভয়ে রাতের আঁধারে প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়ে মেয়েটি। পথে তারা পাঁচ দুর্বৃত্তের খপ্পরে পড়ে। দুবৃত্তরা প্রেমিককে মারধর করে ওই ছাত্রীকে ছিনিয়ে নেয়। এর পর একটি বাড়িতে নিয়ে রাত ২টা পর্যন্ত পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় রোববার (২৬ জুলাই) রাতে গণধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।
এ ব্যাপারে রাত ৩টায় গোবিন্দগঞ্জ থানা ধর্ষিতার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ২ ঘণ্টার মধ্যে পাঁচ ধর্ষককে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নাওভাংগা এলাকার নীল মাহমুদের ছেলে এনামুল হক, আজিম উদ্দিনের ছেলে রেজাউল, ভোলা মিয়ার ছেলে ধলু, এজদুর রহমানের ছেলে সুমন মিয়া (২৩) ও সাহারুল কাজীর ছেলে সাদ্দাম ওরফে সুজন কাজী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, দশম শ্রেণির ছাত্রী তার প্রেমিকের সঙ্গে রাত ১২টায় বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। পথে ওই পাঁচ দুর্বৃত্ত প্রেমিককে মারধর করে ছাত্রীকে ছিনিয়ে নেয়। এর পর নাওডাঙ্গা গ্রামে ধলুর বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে ওই বাড়িতেই রাত ২টা পর্যন্ত পাঁচজন মিলে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাদের খপ্পর থেকে মুক্তি পেয়ে স্কুলছাত্রীটি তার প্রেমিকের সঙ্গে গোবিন্দগঞ্জ থানায় এসে বিষয়টি অবহিত করে।
ওসি জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসআই মামুনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানাপুলিশের একটি টিম ওই ছাত্রীকে নিয়ে ধর্ষক ধলুর বাড়ি নাওডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ধলুর স্বীকারোক্তি অনুযায়ী অপর চার ধর্ষককে ২ ঘণ্টার মধ্যে আটক করে পুলিশ।
এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ছাত্রীর ডাক্তারি পরীক্ষা, জুডিশিয়াল জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি মেহেদী হাসান।
পূর্বপশ্চিমবিডি/এসএস
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2X5wBce
Post Come trough : PURBOPOSHCIMBD