কপোত নবী, নিজস্ব প্রতিবেদকঃ বুধবার শিবগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ডের দুই জন করোনা রোগীর পরিবারের জন্য চাল, ডাল, মুরগি, শাকসবজি, ডিম, দুধ ও ফলমূলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”।
দেশব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমিত ব্যক্তিরা যেমন নিজেদের সকল কাজ-কর্ম থেকে বিরত থাকছেন, ঠিক তেমনই লকডাউনে থাকতে হচ্ছে পরিবারের অন্যান্য সকল সদস্যদেরও। এতে ভরণ পোষণ ও খাদ্য জোগাড় নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে করোনা আক্রান্ত পরিবার গুলোকে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার করোনা আক্রান্ত এসব রোগীদের পাশে খাদ্যসহ সার্বিক সহযোগীতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিবগঞ্জের জালমাছমারী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং জিকে ফউন্ডেশনের পরিচালক সৈয়দ মনিরুল ইসলামের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”। সংগঠনটির সদস্যরা এ সব সামগ্রী পৌঁছে দেন।
এ সময় করোনা রোগীদের সার্বিক খোঁজখবর রেখে সমস্যা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের জন্য সৈয়দ মনিরুল ইসলাম সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান তারুণ্যের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এর আগেও করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই শিবগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে ১৮ হাজার পরিবার কে খাদ্যসামগ্রী প্রদান, করোনা রোগীর পরিবারের পাশে থাকাসহ বিভিন্ন মানবিক সহযোগীতা করে আসছেন, সৈয়দ মনিরুল ইসলামের পরিচালনায় পরিচালিত অন্য স্বেচ্ছাসেববী সংগঠন জিকে ফাউন্ডেশন।
সংগঠনগুলোর সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান, কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। এ ছাড়াও তাঁর আরেক ভাই শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামও করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। এ ছাড়াও নিজস্ব উদ্যোগে এলাকার কিছু রাস্তা সংস্কারের কাজও করেছেন তিনি।
Post Written by : Younus Ali
Original Post URL : https://ift.tt/2B3gMLj
Post Come trough : Nachole News | নাচোল নিউজ