শাহেদসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
করোনার ভুয়া টেস্ট ও জাল সনদপত্র প্রদানসহ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে শাহেদ করিমসহ তিনজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধিকরোনার ভুয়া টেস্ট ও জাল সনদপত্র প্রদানসহ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে শাহেদ করিমসহ তিনজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার(১৫ জুলাই) রাতে র্যাব-৬ এ সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে এদিন ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়।
মামলায় শাহেদ করিমকে প্রধান আসামি করা হয়। এছাড়া, মামলায় নৌকার মাঝি বাচ্চুকে পলাতক ও আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, র্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় শাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও আরও একজনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে শাহেদের বিরুদ্ধে প্রায় ৫০টি মামলার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় বুধবার ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর সময় দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে সাহেদকে অবৈধ অস্ত্রসহ বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
পূর্বপশ্চিম-এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fAIIoJ
Post Come trough : PURBOPOSHCIMBD