গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
গাজীপুর প্রতিনিধিগাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (২৬ জুলাই) দিবাগত মধ্যরাতে গাজীপুরের সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধ হয়। নিহতদের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।
র্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে- এক দল ডাকাত ন্যাশনাল পার্ক এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র্যাবের টহলদল ঘটনাস্থলে পৌঁছলে তারা গুলি করে। র্যাবের সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এতে র্যাবের এক সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2OUZ7Zs
Post Come trough : PURBOPOSHCIMBD