লুৎফর হাসানের গান ‘কার বালিশে ঘুমাও’
লুৎফর হাসানের গানের শিরোণাম বেশ ব্যতিক্রমই লাগে। যার ছাপ গানের কথা থেকে আলাদা নয়— আগের কাজগুলো তা-ই বলে। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিতব্য সিঙ্গেলের শিরোণামও অদ্ভুত, ‘কার বালিশে ঘুমাও’। এর আগে ঈদুল ফিতরে তার কণ্ঠে শোনা যায় ‘তোমার কথায় ধাক্কা লাগে’।
বিনোদন
বিনোদন ডেস্কলুৎফর হাসানের গানের শিরোণাম বেশ ব্যতিক্রমই লাগে। যার ছাপ গানের কথা থেকে আলাদা নয়— আগের কাজগুলো তা-ই বলে।
ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিতব্য সিঙ্গেলের শিরোণামও অদ্ভুত, ‘কার বালিশে ঘুমাও’। এর আগে ঈদুল ফিতরে তার কণ্ঠে শোনা যায় ‘তোমার কথায় ধাক্কা লাগে’।
নিজের লেখা ও সুরে লুৎফর হাসান নতুন গানটি গেয়েছেন আমজাদ হোসেনের সংগীতে। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন তথা ডিএমএস।
নতুন এ গান প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, প্রেমিক হৃদয়ের আক্ষেপ আর আকুলতার গান ‘কার বালিশে ঘুমাও’। মনমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে।
সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমএসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘কার বালিশে ঘুমাও’। এ ছাড়া শোনা যাবে স্থানীয় মোবাইল অপারেটর ও অ্যাপভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
এ পর্যন্ত লুৎফর হাসানের একক অ্যালবামের সংখ্যা সাতটি। মিশ্র অ্যালবাম অর্ধ শতাধিক। আর হালের অডিও ইন্ডাস্ট্রির ধারা অনুসারে নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন সিঙ্গেল।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jHFD8K
Post Come trough : PURBOPOSHCIMBD