ব্রাজিলে করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল
বেড়েছে আক্রান্তের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। সবশেষ হিসেব মতে, লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। তাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৪০০।
বেড়েছে আক্রান্তের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।
করোনায় আক্রান্ত-মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার।
গত চার সপ্তাহে প্রতিদিনই ব্রাজিলে গড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উঠতির দিকে থাকলেও রিও, সাও পাওলোসহ অনেক অঙ্গরাজ্য লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পর থেকে রিও’র বার ও বীচগুলোতে হুমরি খেয়ে পড়েছে জনগণ। এতে করোনা সংক্রমণের উদ্বেগ আরও বাড়ছে।
পূর্বপশ্চিম-এইচএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2ZXgDl4
Post Come trough : PURBOPOSHCIMBD