ঢাকায় সাহারা খাতুনের মরদেহ, দাফন আজ
নিজস্ব প্রতিবেদকসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিএস ২১৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। তার আগে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্নভূমী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাহারা খাতুনের মরদেহ বহনকারী বিশেষ ফ্লাইটটি রওনা দেয়।
আজ শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে দাফনের সময় এখনও ঠিক হয়নি।
এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, একটি ফ্লাইটে সাহারা খাতুনের মরদেহ ঢাকায় আনা হবে। এরপর শনিবার (১১ জুলাই) সকাল ১১ টায় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে দাফনের সময় এখনও ঠিক হয়নি।
বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট সাহারা খাতুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সোমবার (৬ জুলাই) থেকে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সাহারা খাতুন ২০০৮ সালে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে তিনি পর পর তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর পর ওই মন্ত্রীসভায় তার দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Zfk730
Post Come trough : PURBOPOSHCIMBD